দেশে ফিরে বিশ্রাম নিচ্ছেন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্র থেকে অবসর নেওয়া এই অভিনেত্রী এখন যাপন করছেন পারিবারিক জীবন। কিছুদিন হলো কানাডা থেকে দেশে ফিরেছেন। গতকাল ফেসবুক আইডিতে দেখা যায় ক্যানুলা ফুটানো একটি হাতের ছবি। তা দেখে ভক্তদের মধ্যে ছড়ায় উদ্বেগ, অভিনেত্রী কি তবে অসুস্থ!
আমার দেশকে ববিতা
বাংলাদেশের চলচ্চিত্রের ৭০-এর দশকের সেরা অভিনেত্রী ছিলেন ববিতা। তিনি ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বীয়ারজয়ী সত্যজিৎ রায়ের অশনিসংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ৩৫০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।